বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে জাতীয় ঐক্যকে সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টির অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
রবিবার বিকেলে আজিমপুর জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আজিমপুর সমাজকল্যাণ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের। উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী আনোয়ার পারভেজ বাদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার শামীমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন