৬ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে তাদের একটি বিক্ষোভ মিছিল প্রতিষ্ঠান থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ করে। পরে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলামের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী রায়হান, ফুয়াদ, সাদিক, ফাহিম বলেন, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এতে করে কারিগরি শিক্ষার মানোন্নয়ন হয়নি এবং কর্মসংস্থানের নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না।
শিক্ষার্থীরা অবিলম্বে বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সের সময়সীমা বৃদ্ধি, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একক সুযোগ প্রদান, কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ এবং উচ্ছ শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই