৯৯৯-কল পেয়ে সিলেট নগরের বনকলা পাড়ায় একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস সংলগ্ন উত্তর পাশে বাউন্ডারির অভ্যন্তরে ডাস্টবিনে ময়লার স্তুপ থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাসের উত্তর পাশে বাউন্ডারির ভেতরে খালি জায়গায় রাখা ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার কালো রঙের পিস্তলটির বিভিন্ন স্থানে মরিচা ধরে গেছে। আগ্নেয়াস্ত্রটির গায়ে মেইড ইন আমেরিকা লেখা রয়েছে। এটি মরিচা ধরার কারণে সচল ছিল না, ট্রিগারও কাজ করে না। এছাড়া বাটের প্লাস্টিক অংশও নেই। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ