রাষ্ট্র সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সিলেটে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি নেতারা। প্রতিদিনই তারা বিভিন্ন উপজেলায় ৩১ দফা বাস্তবায়ন নিয়ে প্রচারণা চালাচ্ছেন ও জনসাধারণকে উদ্ধুদ্ধ করছেন।
আজ রবিবার সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় দিনভর প্রচারণা চালিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। তিনি ৩১ দফা সম্বলিত নতুন বছরের ক্যালেন্ডার সাধারণ মানুষের হাতে তুলে দেন।
এ সময় তিনি বলেন, 'দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্খার বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হয়েছে। সেই আলোকেই রাষ্ট্র সংস্কার কাজ চলছে। '
বিডি প্রতিদিন/জামশেদ