বসুন্ধরা শুভসংঘের প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে রাজধানীর ভাটারা থানা এলাকায় শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার এই কার্যক্রমে অংশ নেন সংগঠনের সদস্যরা।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন, মো. সাব্বির হোসেন রুপক ও ফাহিম হাসানসহ অন্যান্য সদস্যরা। এক শ্রমজীবী ইফতার পেয়ে বলেন, সারাদিন বাইরে কাজ করার কারণে বাড়িতে ইফতার করতে যেতে পারি না। বসুন্ধরা শুভসংঘ আমাদের ইফতার দিয়েছে, এতে খুব ভালো লেগেছে। তাদের জন্য দোয়া করি।
সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন বলেন, শ্রমজীবীরা রোজা রেখে প্রচণ্ড গরমে সারাদিন পরিশ্রম করেন। আমরা চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটাতে। বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।
সংগঠনের সদস্য সাব্বির হোসেন ও ফাহিম হাসান বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক সংগঠন, যা সব সময় সমাজের পাশে থাকে। আমরা শ্রমজীবীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভাটারা থানা এলাকাবাসী এই উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনটি আগামীতেও এমন মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
বিডি-প্রতিদিন/শআ