মাদকের সর্বনাশা ছোবলে জাতি অকালে ধ্বংস হয়ে যাচ্ছে। লাগামহীন মাদকের বিস্তারে ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। বিঘ্নিত হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন।
মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির মূল কারণ মাদকের সহজলভ্যতা, হতাশা, বেকারত্ব, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার, সামাজিক সচেতনতার অভাব ইত্যাদি।
বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখা শনিবার মাদকবিরোধী প্রচারাভিযান চালিয়েছে। এতে সভাপতিত্ব করেন শুভসংঘের সিনিয়র কার্যনির্বাহী সদস্য ওবায়দুর রহমান। তিনি বলেন, মাদক সেবনের কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক রোগের প্রাদুর্ভাব ঘটে। মাদকদ্রব্য সেবনের কারণে মাদকসেবীর কোনো নেক ও দো‘আ চল্লিশ দিন পর্যন্ত কবুল করা হয় না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মদ পান করা, তা বিক্রি এবং এর থেকে উপহার লাভ করা হারাম’। নিজেদের ধ্বংস ও করুণ পরিণতি থেকে রক্ষা করতে মাদক থেকে দূরে থাকতে হবে। আসুন, আমরা নিজে সচেতন হই, অন্যদের সচেতন করি।
বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, মাদকের কারণে যুবসমাজ নষ্ট হচ্ছে, পারিবারিক সহিংসতা, চুরি, ডাকাতির মতো ঘটনাতেও মাদককারবারীরা জড়িত। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা ঘোষণা করলেও আদৌ তা বাস্তবায়ন হয়নি। এই সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে হলে মাদকের গডফাদারদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে যাতে মাদক দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদক ও বাল্যবিবাহবিরোধী সামাজিক আন্দোলনকারী মো. রইছ উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার উপদেষ্টা ফারুখ আহম্মদ, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রিনি বিশ্বাস, আসিফ মাহমুদ, জয় আচার্য্য, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুরের ছাত্র সমাজ, সাধারণ নাগরিকবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ— নূরে আলম সিদ্দিকী, রিদওয়ানুল হাসান ফাহাদ, অনিক মজুমদার, মেহেদী হাসান, এনামুল হক, তানিম আহমেদ সালমান, শামীম মিয়া, সজিব খান, আশিকুর রহমান রিমন, তাফসীরুল মাহমুদ নিরব, রিফাত হাসান খান, রাকিবুল ইসলাম রাব্বী, জুনাইদ আহমেদ, সাগর আহমেদ। মাদকবিরোধী প্রচারাভিযানে বক্তারা বিভিন্ন স্লোগান দেন—‘যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না।’ ‘মাদকের বংশ, করে দাও ধ্বংস।’ ‘মাদকের গডফাদাররা, হুশিয়ার সাবধান।’ ‘মাদক বিক্রি করে যারা, এই সমাজের শত্রু তারা ইত্যাদি।’
বিডিপ্রতিদিন/কবিরুল