ভাষার মাস উপলক্ষ্যে রংপুরের তারাগঞ্জে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার এসকে মডেল স্কুলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার শপথ নেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসকে মডেল স্কুলের অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, 'আজ আমরা স্বাধীন দেশে বাংলা ভাষায় যে মন খুলে কথা বলতে পারছি, এর জন্য আমাদের অনেকের বুকের তাজা রক্ত ঝড়েছে। কত মায়ের বুক খালি হয়েছে। কত বোন ভাই হারা হয়েছে। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা বাংলা কেড়ে নিতে চেয়েছিলো। সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম না জানা অনেকে শহীদ হয়েছে আমাদের মাতৃভাষা বাংলার জন্য।'
কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবাবা আদনীন, দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণির আওসাফ বিন আরিফ, তৃতীয় স্থান অষ্টম শ্রেণির আল মুনতাকিম মুগ্ধ।
বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হরলাল রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজ করে। বসুন্ধরা গ্রুপ সবসময় মানুষের পাশে থাকে। অনেক দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে।
তারাগঞ্জ শাখার সভাপতি এনামুল হক দুখু বলেন, বসুন্ধরা গ্রুপ অনেক জায়গায় দরিদ্র শিক্ষার্থীদের বিনাপয়সায় পড়াশুনার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছে। এইসব বিদ্যালয়ে লাখ লাখ টাকা ব্যয় করছে বসুন্ধরা গ্রুপ।
এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সাংগঠনিক সম্পাদক রহমত মণ্ডল, সত্যজিৎ রায়, আসাদুজ্জামান খান জামান, বিশ্বজিৎ রায়, পলাশ রায়, শরিফুল ইমলাম, কোরবান আলি, আরাফাত হোসেন পলক প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা