নাটোরের প্রতিবন্ধী বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, বল নিক্ষেপ ও মিউজিক বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় শুভসংঘের সদস্যরা দিবসটির গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আলেয়া খাতুন।
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের সকলের এই ধরনের শিশুদের কথা চিন্তা করা উচিত। বসুন্ধরা শুভসংঘ সবসময় এ ধরনের ব্যতিক্রমীধর্মী কর্মসূচীগুলো আয়োজন করে থাকে।
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ মানবিক কাজগুলো বিভিন্নভাবে চলমান রেখেছে। নাটোর জেলাতেও আমরা বিভিন্ন কাজ করছি। আগামীতেও করবো।
এ সময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ আসলাম আলী সরদার, মোছ. রাশেদা খাতুন, চাঁদ খামারু, সানজিলা রহমান তটিনী, মুহসানিন ইসলাম মোহনা, ফাতেমা খাতুন, মোঃ আলামিন ইসলাম, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছাঃ করিশমা আক্তার কথা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক