দিনাজপুর সরকারি কলেজের তারুণ্যের মেলায় প্লাস্টিকের বিনিময়ে পরিবেশ বন্ধু গাছ উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের মেলা আয়োজন করে দিনাজপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। আর এই তারুণ্যের মেলায় অংশগ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার বন্ধুরা।
১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনব্যাপী তারুণ্যের মেলায় দিনাজপুর সরকারি কলেজের সকল বিভাগ সহ ৫টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে।
তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।
তারুণ্যের মেলায় বসুন্ধরা শুভসংঘ নিজেদের কার্যক্রম তুলে ধরেছে। এতে দর্শনার্থীরা শুভসংঘের সামাজিক কার্যক্রমগুলো সম্পর্কে অবহিত হন। স্টলে প্লাস্টিক রিসাইকল করে জমা দিলেই বিনিময়ে একটি গাছের চারা উপহার দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এই ব্যতিক্রমী উদ্যোগটি আগত দর্শনার্থীদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা শেখ মাহতাবুল হক বলেন, তারুণ্যের মেলায় শুভসংঘের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। প্লাস্টিক রিসাইকেল আমাদের পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সকলেই প্লাস্টিক রিসাইকেল করে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করতে পারি।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি বলেন, প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও, এর অপচয় পরিবেশের জন্য এক বিরাট হুমকি। প্লাস্টিক ক্ষয় হতে অনেক সময় নেয় এবং প্রাকৃতিক পরিবেশকে বিষাক্ত করে। এই সমস্যার সমাধানে প্লাস্টিক রিসাইকেল একটি কার্যকর পদক্ষেপ।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজে শাখার সভাপতি স্বপন আলী বলেন, দুইদিন ব্যাপী তারুণ্যের মেলায় আমাদের স্টলে আগত দর্শনার্থীদের কাছ থেকে প্লাস্টিক রিসাইকেল করে জমা দিলে বিনিময়ে একটি চারা গাছ দেওয়া হচ্ছে। নতুন সদস্য সংগ্রহ এবং বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমগুলো তুলে ধরছি সবার কাছে। প্লাস্টিক আগামী সুন্দর পৃথিবীর জন্য হুমকিস্বরূপ, পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্লাস্টিক বর্জন অনিবার্য।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ