উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে বনাঞ্চল। ধ্বংস হচ্ছে পাখিদের আবাসস্থল। কমছে দেশীয় প্রজাতির পাখিদের সংখ্যাও। ঠিক এই সময়ে পঞ্চগড়ে পাখিদের নিরাপদ আবাসস্থল গড়তে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরে করতোয়ার নদী তীরে একাত্তরের বধ্যভূমি চত্বরে অবস্থিত বাগানের গাছে গাছে তারা একটি করে পাখির নীড় বা হাড়ি বেঁধে দেন। পাখিরা এসব হাঁড়িতে বাসা বেঁধে রোদ বৃষ্টি ঝড়ে নিরাপদে থাকবে বলে আশা শুভসংঘের সদস্যদের।

এ সময় বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় শাখার সভাপতি ফিরোজ আলম রাজিব বলেন, বন উজার হয়ে যাওয়ার কারণে পাখিদের নিরাপদ আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এই কারণে বসুন্ধরা শুভসংঘ পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রচেষ্টা।
অর্থসম্পাদক মামনি আক্তার মেঘলা জানান, 'আজ আমরা জেলা পরিষদ বাগানে কিছু সংখ্যক হাঁড়ি নিয়ে এসেছি পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করার জন্য। পাখিরা যেন নিরাপদে থাকতে পারে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, দপ্তর সম্পাদক জামিল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার তিশা, কার্যকরী সদস্য মুরাদ হাসান, আবু সাঈদ, আশিক, ফাহিম হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা