মাদারীপুরে ইফতার মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের শকুনি লেক পাড়ের ডেলিসিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মনজুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ূন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জনকণ্ঠ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সময়ের আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, শফিক স্বপন, নজরুল ইসলাম পলাশ, আয়শা সিদ্দিকা আকাশীসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক