দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক "বাংলাদেশ প্রতিদিন" ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফের সঞ্চালনায় ও রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিল সিকদার, সাংবাদিক নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, মো. আনোয়ার হোসেন, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, সোহেল কিরণ, লিখন আহমেদ, মঞ্জুরুল কবির বাবু, রুবেল সিকদার, লিখন রাজ, সুমন মজুমদার, জিন্নাত হোসেন জনি, মাকদুদুল হক তুষার, ফয়সাল আহমেদ, তানজিলা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র জগতে দ্রুত বিশাল পরিসরে জায়গা করে নিয়েছে। এটি বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। এই পত্রিকাটি সহজে ও স্বল্প সময়ে সকল সংবাদের স্বাদ পৌঁছে দেয় পাঠকের কাছে।
বক্তারা "বাংলাদেশ প্রতিদিন"-এর সাফল্য ও ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিডি প্রতিদিন/আশিক