দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক "বাংলাদেশ প্রতিদিন" ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয় এক বিশেষ ইফতার মাহফিল।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হিরোক, সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, ওয়েব বিভাগের বিভাগীয় সভাপতি আনজুমান আরা লিপি, মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সিতারা চুনি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহফুজ রুবেল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামান, মামুন-অর-রশিদ, জাবীদ অপু, উন্নয়নকর্মী সুব্রত পাল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং বরেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর মালেক।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাফল্য, নিরপেক্ষ সাংবাদিকতা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দৈনিকটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।
ইফতার আয়োজনে অংশগ্রহণকারীরা দৈনিক "বাংলাদেশ প্রতিদিন"-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/আশিক