ব্রাহ্মণবাড়িয়ায় দেশের জনপ্রিয় ও জনবহুল পাঠকনন্দিত জাতীয় দৈনিক “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলেন আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:বাহারুল ইসলাম মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নুর, ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ মিউজিয়ামের সাধারণ সম্পাদক ইব্রাহীম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের আহ্বায়ক অধ্যাপক এমদাদুল হক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউছার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক শেখ শহীদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য শাহজাহান সাজু।
বক্তারা বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা করে বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয় জয় করে নিয়েছে। বিশেষ করে গুরুত্বভেদে নিউজের উপস্থাপন, নান্দনিক শৈলীতা পাঠক সমাজে পত্রিকাটির গ্রহনযোগ্য দিনের পর দিন বাড়িয়ে তুলছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রতিদিন পাঠক প্রিয়তায় শীর্ষ অবস্থানে থাকায় এ সাফল্য ধরে রেখেছে।
পরে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম