আমরা জনগণের পক্ষে এই স্লোগানকে ধারন করে, সাহসী সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় টঙ্গী থানা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক নাঈমুল হাসান বাপ্পির সঞ্চালনায় বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মো: সালাহ্উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন,সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপিনেতা সরকার শাহনূর ইসলাম রনি।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নূর মোহাম্মদ, সাংবাদিক মোহাম্মদ আলী ভূইয়া,মনির হোসেন,যমুনা টিভির পলাশ প্রধান,মাই টিভির গোলাম আজাদ, দৈনিক যুগান্তরের লুৎফুজ্জামান লিটন ও সাংবাদিক রোমান শেখ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তবে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ,সমাজ তৈরির কারিগর।তাই তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং বাংলাদেশ প্রতিদিন আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশ ব্যক্ত করেন। বিশেষ অতিথি গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, সংবাদপত্রের লেখনির মাধ্যমে এই জাতির প্রশাসনের সকলের ভূলক্রটি ধরিয়ে দেয়া যায়। ফ্যাসিস্ট হাসিনার সময় এই দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিলো না। মানুষ সত্যটা জানতে পারে নাই। বর্তমানে সেই দিন আর নেই। আপনারা সত্যটা লিখবেন, অপরাধীদের চিত্র তুলে ধরবেন।
বিডি প্রতিদিন/এএম