সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ) সিলেট অফিসের এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মিলনমেলা বসে। অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
অনুষ্ঠানে সুধীজনরা বলেন, সাহসী সাংবাদিকতার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করেছিল, সেই পথে এখনও হাঁটছে পত্রিকাটি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এই পত্রিকা গণমানুষের পত্রিকা হিসেবে জায়গা করে নিয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার মধ্য দিয়ে দেশ ও জাতির এগিয়ে যাওয়ার জন্য যে সাংবাদিকতা প্রয়োজন, সেই সাংবাদিকতা করে চলেছে বাংলাদেশ প্রতিদিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসূফ আলী, দৈনিক কালেরকণ্ঠের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, চিত্রসাংবাদিক আসকার আমিন রাব্বি, তরুণ উদ্যোক্তা মোতাহের হোসেন সুহেল, সাংবাদিক পিংকু ধর, শাকিল জামান, রফিকুল ইসলাম কামাল, জুনেদ আহমদ চৌধুরী, দিব্য জ্যোতি সী, সুব্রত দাস, কামরুল ইসলাম মাহি, সেলিম হাসান, শহিদুল ইসলাম সবুজ, মোজাম্মেল হক, নিবেন্দু তালুকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শাবিপ্রবি প্রতিনিধি মোফাজ্জল হক প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
বিডি প্রতিদিন/জামশেদ