‘ভ্যালেন্টাইন ডে’ গিফট
‘ভ্যালেন্টাইন ডে’, প্রিয় মানুষের জন্য এক বিশেষ দিন। এদিনে মিষ্টি খাবারসহ বা ছাড়া নানা রূপে প্রেম নিবেদন বা ভালোবাসা উদযাপন করা যায়। সে ক্ষেত্রে প্রযুক্তিপণ্য হতে পারে সেরা অপশন...
‘ভ্যালেন্টাইন ডে’ অন্য সব দিনের মতোই- ব্যস্ততম দিন হলেও প্রিয় মানুষের জন্য দিনটি সবার কাছে একটি বিশেষ দিন। আর এই দিনকে ঘিরে অন্যান্য বাণিজ্যিক ছুটির দিনের মতোই ‘শপিংমল’ এবং ‘গিফট’-এর দোকানগুলোয় সাজানো থাকে বাহারি সব ক্যান্ডি, ভ্যালেন্টাইন কার্ডসহ নানা উপহার। তবে মূল কথা হলো- কেবল ক্যান্ডি, কেক কিংবা কার্ডে নয়, ১৪ ফেব্রুয়ারি মিষ্টি খাবার সহ বা ছাড়াই নানা রূপে প্রিয় মানুষের জন্য ভালোবাসাকে উদযাপন করা যায়। আর সেটা হতে পারে- অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্য। যা হতে পারে প্রিয়জনের প্রতি ভালোবাসা দেখানোর অন্যতম উপায়। তা হোক আপনার জীবন-সঙ্গী, ভাই-বোন, বাবা-মা কিংবা প্রাণের বন্ধু- এমন একটি উপহার আপনার প্রতি তার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। ২০২৫ সালের ভ্যালেন্টাইন উপহার হিসেবে প্রযুক্তি সাইট দ্য ভার্জ তেমনি বেশ কয়েকটি প্রযুক্তি পণ্যের সামগ্রিক তথ্য তুলে ধরেছে।
এয়ারপডস ৪ (AirPods 4)
সম্প্রতি প্রকাশিত এয়ারপডস ৪ (AirPods 4) এর মূল্য খুব বেশি নয়, বিশেষ করে যদি আপনি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন। আজকালের এন্ট্রি-লেভেল ইয়ারবডগুলো অ্যাপলের ডিভাইসের ইকোসিস্টেমের সঙ্গে নির্বিঘ্নে একত্রিত হয়। চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি সরবরাহ করে, যা তাদের একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন এবং উন্নত ফিচারগুলো প্রিয় মানুষকে মুগ্ধ করবে।
গ্লুকোসেন্ট (LED) রিডিং লাইট
আপনার সঙ্গী যদি বইপাগল হয়ে থাকেন অর্থাৎ প্রচুর বই পড়তে ভালোবাসেন (মধ্যরাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করেন), তাহলে গ্লুকোসেন্ট (LED) নেক রিডিং লাইট হতে পারে তার জন্য অন্যরকম এক আশীর্বাদ। নেক রিডিং লাইটটি একটি নরম, উষ্ণ আভা এবং বেশ কয়েকটি উজ্জ্বলতা সেটিংস সরবরাহ করে, যা আপনার প্রিয় মানুষকে অন্ধকারেও আরামে পড়ার আনন্দে দেবে। আর প্রচুর আলো আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাবে না।
অন গুগল টিভি ৪ কে প্রো
অন গুগল টিভি ৪কে প্রো (Onn Google TV 4K Pro) উপহারের দ্বিগুণ সুবিধা। এটি ডলবি অ্যাটমস, ডলবি ভিশন এবং এইচডিআর সাপোর্ট করা এক দুর্দান্ত স্ট্রিমিং ডিভাইস। যা আপনার টেলিভিশন দেখার অভিজ্ঞতা বলে দেবে। এটি একটি স্মার্ট স্পিকার হিসাবেও কাজ করে, যার অর্থ আপনি গান বাজাতে কিংবা আলো কমাতে, এমনকি অনেক হ্যান্ডস-ফ্রি কমান্ড করতেও ব্যবহার করতে পারেন।
অ্যামাজফিট অ্যাক্টিভ ২
অ্যামাজফিট অ্যাক্টিভ ২ (Amazfit Active 2) এমন এক ধরনের স্মার্টওয়াচ, যা নানান রকমের প্রতিকূলতা দূরীকরণে সহায়ক হতে পারে। এতে রয়েছে একটি উজ্জ্বল ২,০০০-নিট OLED ডিসপ্লে এবং আপগ্রেটেড হেল্থ সেন্সরগুলোর একটি অ্যারে, অফলাইন ম্যাপ। এতে চমকপ্রদ প্রশিক্ষণ মোড-সহ সজ্জিত সেট, যা স্বয়ংক্রিয়ভাবে রেপস এবং বিশ্রাম শনাক্ত করতে পারে। এমনকি এটি তার নিজস্ব ‘এআই জেপ ফ্লোকে’ সমর্থন করে, যার মূল্য ১০০ ডলারেরও কম। এটি ঘড়ির জন্য দারুণ।
থেরাগান মিনি (সেকেন্ড জেনারেশন)
আপনি যদি আপনার শরীর এবং হাত কিংবা বাহু, এমনকি পা সুস্থ এবং ব্যথার যন্ত্রণা থেকে রেহাই দিতে চান, তাহলে সর্বশেষ থেরাগান মিনি Theragun Mini (second-gen) হতে পারে একটি নিশ্চিত সেরা পছন্দ। থেরাগানের শক্তিশালী ম্যাসাজ ডিভাইসটি অন্যান্য মডেলগুলোর মতোই উত্তেজনা প্রশমন করতে পারে। এটি একটি ভ্রমণবান্ধব প্যাকেজে আসে, যা চারপাশে বহন করা অনেক সহজ। বিভিন্ন সংযুক্তি এবং অন্তর্ভুক্ত ক্যারিং কেস কেবল সুবিধাও যোগ করে থাকে।
গোভি টেবিল ল্যাম্প ২
আপনি যদি আপনার ভ্যালেন্টাইনস ডে উজ্জ্বল করার উপায় খুঁজছেন- আক্ষরিক অর্থে বা রূপক অথে তাহলে গোভির টেবিল ল্যাম্প ২ (Govee Table Lamp 2) আপনার সেই কাক্সিক্ষত কাজটি করে দিতে পারে। রং পরিবর্তনকারী এই ল্যাম্পটিতে অন্তর্নির্হিত আছে সময়সূচি এবং বিভিন্ন ছুটির জন্য প্রিসেট দৃশ্য-সহ ৬০ টিরও বেশি গতিশীল আলোর প্রভাব। এমনকি আপনি কাস্টম রঙের কম্বো তৈরি করতে পারেন যখন ‘ড্যান্ডেলিয়ন’ এবং অন্যান্য প্রিসেটগুলো আপনার জন্য যথেষ্ট নয়।
ক্যাম্প স্ন্যাপ (Camp Snap)
আমরা যেমন- যে কাউকে উচ্চমানের ডিসপ্লেতে দেখতে ভালোবাসি, তবে ৯০-এর দশকের গোড়ার দিকে যে স্ন্যাপিং ক্যামেরাগুলো রাজত্ব করত তা নিয়ে আজকের দুনিয়ায় আগ্রহের কমতি নেই। আজকালের মানুষ স্ক্রিনবিহীন ক্যাম্প স্ন্যাপ তাৎক্ষণিকভাবে ছবি তোলার মাধ্যমে যে আনন্দ বা সন্তুষ্টি উপভোগ, কিংবা উচ্চ-রেজোলিউশনের স্টিল ক্যাপচার তৈরিতে অভ্যস্ত নন। আর ক্যাম্প স্ন্যাপ কিছু ভিনটেজ-লুকিং শট নেওয়ার জন্য বিখ্যাত। তারপর এসডি কার্ড বা USB-C এর মাধ্যমে কম্পিউটারেও স্থানান্তর করতে পারবেন।
Classic-Glo মেকানিক্যাল কিবোর্ড
আপনি যদি আপনার ভ্যালেন্টাইনের কাজের রুটিনে কিছুটা রেট্রো ফ্লেয়ার যোগ করতে চান তবে তাকে একটি Classic-Glo মেকানিক্যাল কিবোর্ড দেওয়ার কথা বিবেচনা রতে পারেন। ‘Nephlock’-এর ডিজাইন করা, Classic-Glo মেকানিক্যাল কিবোর্ডের একটি রঙিন, গ্লো-ইন-দ্য-ডার্ক সংস্করণ যা শীতল RGB প্রভাব এবং পর্যাপ্ত কাস্টমাইজেশন সাপোর্ট করতে সক্ষম। আর ভুলে যাবেন না যে, তাদের কি-ক্যাপ, সুইচ এবং স্ট্যাবিলাইজারের প্রয়োজন হবে।
তথ্যসূত্র : দ্য ভার্জ