বিরাট কোহলি ব্যাটিংয়ের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। তবে এবার ব্যাটিং নয়, ফিল্ডিংয়ে নতুন এক রেকর্ড গড়েছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
ভারতের হয়ে এখন সর্বোচ্চ ৩৩৬ ক্যাচের মালিক কোহলি।
আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসের ক্যাচ ধরে ছাড়িয়ে গেছেন আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। পরে আরেকটি ক্যাচ ধরেছেন তিনি। আজ মাঠে নামার আগে দ্রাবিড়ের ৩৩৪ ক্যাচের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি।
কোহলির ৪৪৯ ম্যাচের বিপরীতে দ্রাবিড় খেলেছেন ৫০৯ ম্যাচ। আবার কোহলি তিন সংস্করণ মিলিয়ে নিলেও ভারতের সাবেক অধিনায়ক এত ক্যাচ ধরেছেন টেস্ট ও ওয়ানডেতে।
সবমিলিয়ে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পাঁচ নম্বরে আছেন কোহলি। সর্বোচ্চ ৪৪০ ক্যাচ নিয়ে শীর্ষে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
বিডি প্রতিদিন/মুসা