বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অবাক হয়েছেন। সম্প্রতি দেশের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সিডনি ক্রিকেট ক্লাবের দ্বিতীয় গ্রেড লিগে খেলা জাহানারা। তিনি জানান, ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি যেন, তাকে রাখা না হয়, কিন্তু বিসিবি তাকে চুক্তিতে রেখেছে, অবশ্য বিষয়টিকে তিনি সম্মান হিসেবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সেই সাক্ষাৎকারে।
জানা গেছে, চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ এ অংশগ্রহণ না করে, মানসিক অবসাদ কাটিয়ে অস্ট্রেলিয়া চলে যান জাহানারা। সেখানে তিনি সিডনি ক্রিকেট ক্লাবের দলে খেলার পাশাপাশি, নিজেকে মানসিকভাবে সুস্থ করার চেষ্টা করছেন। তাঁর কথায়, "আমি এখানে দুটি ম্যাচে জয়ে অবদান রেখেছি, এবং এখানকার সুযোগ-সুবিধা আমাদের দেশের তুলনায় অনেক ভালো।"
যদিও তাঁর বয়স ৩২ বছর, তবুও অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। জাহানারা বলেন, "জাতীয় দলে ফিরতে যদি বিসিবি মনে করে আমাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসতে হবে, তাহলে সেটাও মেনে নেব।"
তিনি আরও বলেন, "আমরা যে আন্তর্জাতিক ম্যাচ কম খেলি, সেটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। কিন্তু আমি জানি, পারফর্ম করলে জাতীয় দলে জায়গা পাব।"
জাহানারা ব্রেট লি'র সঙ্গে খেলার বিষয়ে বলেন, " প্রথমে আমি যখন শুনলাম, ব্রেট লি আমার বিপক্ষে খেলবেন, পরে জানলাম আমরা একই দলে! তাঁদের সম্মান দেখার মতো ছিল।"
এছাড়া, বিগ ব্যাশ এবং আইপিএল-এ খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "আমার যোগ্যতা আছে, কিন্তু সম্পর্কের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেললে পারফরম্যান্সের ধার বাড়ে এবং বিশ্ব ক্রিকেটে আমাদের চেনার সুযোগ তৈরি হয়।"
বিডি প্রতিদিন/আশিক