দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের। এবার নিউজিল্যান্ড ট্রফি উঁচিয়ে ধরবে বলে আশা সাবেক কিউই তারকা টিম সাউদির।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটকে সাউদি বলেছেন, ‘দল যেভাবে খেলেছে, বিভিন্ন খেলোয়াড় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। অভিজ্ঞ ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ের মিশেলে দলটা বেশ ভালো। ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালো কাজে লাগবে তাদের। তাই টুর্নামেন্টে কিছুটা মোমেন্টাম বয়ে আনা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া… ভালো কিছু হতে চলেছে।’
সম্প্রতি পাকিস্তানে মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো অভিজ্ঞদের পাশাপাশি উইল ও’রুর্কের মতো তরুণরা যেভাবে ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করেছেন তা মুগ্ধ করেছে সাউদিকে।
আইসিসি টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করলেও বারবার নকআউট পর্বে খেই হারিয়েছে কিউইরা। শেষ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে খেলেও জিততে পারেনি নিউজিল্যান্ড। অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ব্ল্যাকক্যাপসরা। সবমিলিয়ে নিউজিল্যান্ডের কাছে বড় প্রত্যাশা সাবেক পেসার টিম সাউদির। সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজিম