সেল্টিককে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। যদিও এ ম্যাচে বেশ ঘাম ছুটেছে জার্মান ক্লাবের। সেল্টিকের মাঠে হাফটাইমের আগে ও পরে দুই গোল করেও স্বস্তিতে থাকতে পারেনি বায়ার্ন। মাইকেল অলিসে ও হ্যারি কেইন করেন গোল দুটি। কিন্তু শেষ দিকে গোল হজম করে তারা। ব্যবধানটা ধরে রাখতে বেশ ঘাম ছুটেছিল।
শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের প্লে-অফের প্রথম পর্বের দ্বৈরথ শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল সেল্টিক। যদিও অফসাইডের কারণে বাতিল হয় যায় গোল। এই ধাক্কাই বদলে দেয় বায়ার্নকে। একের পর এক আক্রমণে হ্যারিরা নাজেহাল করে দেন প্রতিপক্ষকে।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দুর্দান্ত গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ওলিস। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই দুরন্ত ভলিতে ২-০ করেন হ্যারি। সেই সঙ্গে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় ৬০ গোল করা প্রথম ইংরেজ ফুটবলারও হলেন হ্যারি। ৭৯ মিনিটে সেল্টিকের দাইজেন মায়েদা ব্যবধান কমালেও বায়ার্নের জয় আটকাতে পারেননি। আগামী মঙ্গলবার ফিরতি লেগে চূড়ান্ত হবে দুই দলের মধ্যে কে যাচ্ছে শেষ ষোলোতে?
বিডি প্রতিদিন/নাজিম