২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরলেন জো রুট। তাকে রেখেই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে শেষবার ভারতের মাটিতেই ৫০ ওভারের ক্রিকেট খেলেছিলেন রুট। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাকে। তারপর লম্বা সময় ইংল্যান্ডের ওয়ানডে দলে ছিলেন না তিনি।
রুটের ফেরা নিয়ে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, 'অন্যতম সেরা ক্রিকেটার রুট। সব ধরনের ক্রিকেট খেলতে পারে। দীর্ঘ দিন ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। এক দিনের ক্রিকেটে ওর অভিজ্ঞতা প্রচুর। আমাদের দলের তরুণদের জন্য সেই অভিজ্ঞতা কাজে লাগবে। ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রুট।'
শেষবারের বিশ্বকাপে ৯ ম্যাচে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেছিলেন তিনি। তার ব্যাটে হাফ সেঞ্চুরি আসে তিনটি। ওয়ানডে ক্রিকেটে ১৭১টি ম্যাচ খেলে ছয় হাজার ৫২২ রান করেছেন রুট। এই ফরম্যাটে ১৬টি সেঞ্চুরি আছে তার। গড় ৪৭.৬০। যদিও গেল বেশ কয়েকটি বছরে টেস্ট ক্রিকেটেই বেশি সফল সাবেক এই অধিনায়ক।
ইংল্যান্ডের প্রথম ওয়ানডে একাদশ:
ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ এবং সাকিব মাহমুদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ