বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। তবে তার আগেই বিপিএল থেকে বিদায়ের সুর বাজলো ঢাকা শিবিরে।
বুধবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে চিটাগাং কিংস তাদের পয়েন্ট ঢাকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। চিটাগাং কিংসের পয়েন্ট ১০ ম্যাচে ১২। এর আগে দুর্বার রাজশাহীও ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তুলে রেখেছে। ঢাকা আজকের ফরচুন বরিশাল, পরে খুলনা টাইগার্সকে হারালে সর্বোচ্চ ১০ পয়েন্ট পাবে। আর এতেই কাগজে কলমে টিকে থাকা ঢাকা ক্যাপিটালসের পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে গেল।
অবশ্য ঢাকা ক্যাপিটালসের আরো দুই ম্যাচ বাকী আছে। কিন্তু ম্যাচ দুটি খেলতে নামার আগেই বিপিএলের প্লে-অফের দৌড় থেকে বিদায় হয়েছে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। এরপর হায়দার আলীর ঝড়ো ব্যাটিংয়ে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে চিটাগাং। হায়দার তার স্বদেশী আকিফ জাভেদকে ১৭তম ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে চিটাগংকে জিতিয়েছেন। তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত ১৮ বলে ৪৮ রান করে।
এদিকে, প্লে অফ নিশ্চিত করার পর টানা তৃতীয় ম্যাচ হারে রংপুর রাইডার্সের প্রথম দুদলের মধ্যে থাকা কঠিন হয়ে পড়লো। শেষ ম্যাচেও যদি তারা হারে এবং চিটাগাং কিংস শেষ দুই ম্যাচ জেতে তবে তাদের এলিমিনেটর খেলতে হতে পারে।
বিডি প্রতিদিন/মুসা