বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের পর আর মাঠে নামেননি জাসপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে পিঠের ইনজুরিতে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে না পারলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ৩১ বছর বয়সী বুমরাহকে।
কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্টে বুমরাহর অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বুমরাহর পিঠের চোট পর্যবেক্ষণ করছেন নিউজিল্যান্ডের অর্থপেডিক সার্জন রোয়ান শুটেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা না খেলা এই বিশেষজ্ঞের চূড়ান্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। ২০২২ সালে নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞের কাছেই চিকিৎসা নিয়েছিলেন বুমরাহ। সেই দফায় প্রায় বছরখানেক মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিসিসিআই এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্বের নম্বর ওয়ান টেস্ট বোলারের বিকল্প খোঁজা শুরু করেছে কারণ এই টুর্নামেন্টের আগে বুমরাহর সময়মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।
স্কোয়াড ঘোষণার সময় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুমরাহকে খেলানো যেতে পারে, যা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে এমন সম্ভাবনা নেই বললেই চলে।
টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, 'বিসিসিআইয়ের মেডিকেল টিম নিউজিল্যান্ডে শুটেনের (বুমরাহর চিকিৎসক) সঙ্গে যোগাযোগ রাখছে। বোর্ডে নিউজিল্যান্ডে গিয়ে বুমরাহর সঙ্গে দেখা করারও পরিকল্পনা করছে। কিন্তু তা এখনও সম্ভব হয়নি। নির্বাচকরা জানেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বুমরাহ যদি ১০০ শতাংশ ফিট হয় উঠতে পারেন তবে সেটা মিরাকল হবে।'
বিডি প্রতিদিন/মুসা