বোর্ডের কড়া নির্দেশনার পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন রোহিত শর্মা, শুভমান গিল, রিশভ পান্তরা। তবে সেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারা। সমর্থকদের হতাশাজনক পারফর্মেন্স উপহার দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুম্বাইয়ের শারদ পাওয়ার একাডেমি মাঠে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ম্যাচে ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৩ রানে আউট হন। দশ বছর পর রঞ্জি ট্রফিতে ফেরার ম্যাচটি তার জন্য মোটেই সুখকর ছিল না। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য ছিল রোহিতের। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ তিনি।
রোহিতের আগে জয়সওয়াল মাত্র ৪ রানে এলবিডব্লিউ হন আকিব নাবির বলে। ১২ রানে ২ উইকেট হারানোর পর মুম্বাইয়ের অধিনায়ক আজিঙ্কা রাহানে ১২ রানে আউট হন উমর নাজিরের বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরে আসা শ্রেয়াস আইয়ারও নিজের ছাপ রাখতে ব্যর্থ হন। ১১ রানে তিনি ইউধভীর সিংয়ের বলে আউট হন।
এদিকে রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির ম্যাচে রিশভ পান্ত মাত্র ১ রানে আউট হন। জাদেজার বলে তাকে ক্যাচ তুলে দেন প্রেরক মানকাড। অন্যদিকে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিপক্ষে পাঞ্জাবের অধিনায়ক শুভমান গিলও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৪ রানে আউট হন, আবিলাশ শেঠির বলে কেএল শ্রীজিতের হাতে ক্যাচ তুলে দিয়ে।
বিডি প্রতিদিন/মুসা