দুর্বার রাজশাহীকে ১১১ রানের বড় ব্যবধানে হারাল চিটাগাং কিংস। ১৯১ রানের জবাবে খেলতে নেমে ১৪ ওভার ২ বলেই সবগুলো উইকেট হারিয়ে ৮০ রান করে রাজশাহী।
সোমবার ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি চিটাগাং কিংসের। দ্বিতীয় ওভারেই মারকুটে ওপেনার উসমান খানের উইকেট হারায় দলটি। তবে শুরুর ধাক্কা তেমন ক্ষতি করতে পারেনি চিটাগাংয়ের। দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন নাইম ইসলাম ও গ্রাহাম ক্লার্ক।
আসরে নিজের প্রথম ফিফটির দেয়া পেয়েছেন নাইম ইসলাম। তবে মাত্র পাঁচ রানের আক্ষেপ নিয়ে রান আউট হতে হয়েছে গ্রাহাম ক্লার্ককে। ৩ ছক্কা ও ২ চারে ২৮ বলে ৪৫ রান করেছেন তিনি। ৪১ বলে ৫৬ রান করে দলীয় ১১৯ রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন নাইম।
ভালো শুরু পেয়েছিলেন মোহাম্মদ মিথুনও। তবে ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ৩২ রান করে ফেরেন তিনি। শেষ দিকে হায়দার আলীর ১৪ বলে ২৫ এবং রাহাতুল ফেরদৌসের ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগাং।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই ওপেনার জিসান আলমকে ৪ রানে হারায় রাজশাহী। পরের ওভারে ৯ রানে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। তিনে নামা এনামুল হক বিজয়ও এদিন ব্যর্থ হন। তার ব্যাট থেকে আসে ২১ রান। যদিও দলের হয়ে এটি সর্বোচ্চ। বাকিদের মধ্যে আকবর আলীর ১০ রান ছাড়া আর কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।
বিডি প্রতিদিন/এমআই