ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ তিন আসরে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে, এবারের মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লক্ষ্মৌ। পরে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে ভেড়ায় দলটি। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক- এমন আলোচনা ছিল নিলামের পর থেকেই।
শেষ পর্যন্ত পান্তের কাঁধেই অধিনাকত্বের ভার তুলে দিয়েছে নিয়েছে লক্ষ্মৌ। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে পান্তকে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লক্ষ্মৌর হয়ে নিজেদের ২০০ ভাগ দিতে চান বাঁহাতি এই ব্যাটার।
পান্ত বলেন, আমার ওপর বিশ্বাস রাখার জন্য লক্ষ্মৌ সুপার জায়ান্টস পরিবারকে ধন্যবাদ। আমি আমার ২০০ ভাগ দেব এবং আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, সেটির প্রতিদান দিতে আমার যা করা সম্ভব আমি সেটিই করব। নতুন শুরুর জন্য আমি মুখিয়ে আছি।
বিডি প্রতিদিন/কেএ