ব্যাট হাতে একদমই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। অধিনায়ক হয়েও অফফর্মের কারণে সম্প্রতি একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। ফর্ম ফেরাতে তাই এবার ঘরোয়া ক্রিকেটে নজর দিয়েছেন তিনি। রঞ্জি ট্রফির মুম্বাই দলের সঙ্গে করছেন অনুশীলন। ধারণা করা যাচ্ছে, রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে মাঠেও নামতে পারেন তিনি।
সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৩১ রান। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও রান পাননি তিনি। দুই সিরিজে এই ব্যাটারের গড় ছিল মোটে ১৩.৩০ রান।
ক্রমাগত অফফর্মের কারণে সম্প্রতি বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েন রোহিত। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জাসপ্রীত বুমরাহ।
এই পরিস্থিতিতে খেলা ছাড়তে নারাজ ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। দলে ফিরতে এবার রঞ্জি ট্রফির মুম্বাই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
রঞ্জির এবারের মৌসুমে এখনও দুটি ম্যাচ বাকি মুম্বাইয়ের। সেই দুই ম্যাচের মধ্যে যেকোনো একটিতে রোহিতের খেলার বেশ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ ওমকার সালভি। চলতি সপ্তাহের শেষদিকে সেই দুই ম্যাচের একাদশ ঘোষণা করবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বিডি প্রতিদিন/মুসা