এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে চেলসি। তোসিন আদারাবিয়ো এবং জোয়াও ফেলিক্সের জোড়া গোলে তারা শনিবার লিগ টু-র দল মোরকাম্বেকে ৫-০ ব্যবধানে সহজেই পরাজিত করেছে স্ট্যামফোর্ড ব্রিজে।
১৭তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু পেনাল্টি মিস করায় জয়ের ব্যবধান আরও বড় হয়নি। মোরেকাম্পের বক্সের মধ্যে মিডফিল্ডার ইয়ান সোঙ্গোর হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। এনকুনকুর শট সেভ করেন কিপার হ্যারি বুরগোয়নে। এর তিন মিনিট আগে পেদ্রো নেতোর ক্রস আডারাবায়ো হেড করে ক্রসবারের ওপর দিয়ে মারেন।
অবশ্য বুরগোয়নে বেশিক্ষণ গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি। চতুর্থ স্তরের ক্লাবের জালে ৩৯তম মিনিটে বল পাঠান আডারাবায়ো। বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফুলহ্যামের সাবেক খেলোয়াড়।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন এনকুনকু। বিরতির পর মাঠে ফেরার পাঁচ মিনিট যেতেই বাঁ পায়ের শটে স্কোর ২-০ করেন তিনি।
আডারাবায়ো বক্সের মধ্যে ফাঁকায় জর্জের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ৭০তম মিনিটে। আর সাত মিনিট যেতেই আরও দুইবার জাল কাঁপায় চেলসি। কাউন্টার অ্যাটাক থেকে ফেলিক্স নিজের প্রথম গোল করেন। তারপর পর্তুগিজ তারকা বাঁকানো শটে জোড়া গোলের দেখা পান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ