সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। লাঞ্চ বিরতির পর এক ওভার বল করলেন জাসপ্রিত বুমরাহ। এরপরই ছাড়লেন মাঠ। ধারণা করা হচ্ছিলো একটু বিশ্রাম শেষে ফের তাকে দেখা যাবে মাঠে। কিন্তু না, বুমরাহ ত্যাগ করলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তাকে নেয়া হলো হাসপাতালে।
বড় চোটের আশঙ্কাই করা হচ্ছে এখন। অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে স্ক্যান করা হবে তার পা। পায়ের চোটের পুরনো সমস্যাই ফের চাড়া দিয়ে উঠেছে বুমরাহর, এমনটাই মনে করা হচ্ছে। তবে এখনও দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।
রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরা। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন!
বুমরার না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়াহ এমনও বলেছেন যে, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’
যদিও ওয়াহর কথা সত্যি হয়নি। বুমরা সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরা বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ।
মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন। সব মিলিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে বুমরার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৩২–এ।
বিডি প্রতিদিন/নাজিম