ইউরোপ অঞ্চলের দেশগুলোর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের খেলা প্রায় শেষপ্রান্তে। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়েছে। সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল। ফলে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল এবং স্পেন খেলবে ফ্রান্সের বিপক্ষে। আগামী ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হবে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালের ম্যাচ দুটি। ফলে এখন শেষ চারের উপভোগ্য লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। ১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগের ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু রোনালদোর নেওয়া শট আটকে দেন ডেনমার্কের অভিজ্ঞ গোলকিপার পিটার স্কেমিকেল। দমে যায়নি পর্তুগাল। ৩৮ মিনিটে একটি কর্নার ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসন। প্রথমার্ধের শেষ দিকে রোনালদোর একটি গোল বাতিল হয় অফসাইডের জন্য।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ক্রিস্তেনসেনের গোলে লিড নেয় ডেনমার্ক। পরে ৭১ মিনিটে গোল করে পর্তুগালের আশা বাঁচিয়ে রাখেন সেই রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটু পরই ৭৬ মিনিটে গোল করে ডেনমার্কের হয়ে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন। তবে পর্তুগালের আশা বাঁচিয়ে রাখেন ফ্রান্সিসকো ত্রিনকাও। ৮৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন তিনি। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখন আর ডেনমার্ককে মাথা তুলতে দেননি রোনালদোরা। ৯১ মিনিটে ফের গোল করে পর্তুগালকে লিড এনে দেন ত্রিনকাও। বদলি হিসেবে নেমে ১১৫ মিনিটে গোল করে ৫-৩ এ পর্তুগিজদের জয় নিশ্চিত করেন গঞ্জালো র্যামোস।
আরেক ম্যাচে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে স্পেন। প্রথম লেগে দুই দল ২-২ গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগেও তাই ঘটে। ৩-৩ গোলে ড্রয়ের পর খেলা টাইব্রেকারে গড়ায়। পরে ৫-৪ গোলে নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত কামব্যাক করেছে ফ্রান্সও। প্রথম লেগে ২-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল কিলিয়ান এমবাপ্পের দল। তবে দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলে ড্র করলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় ফ্রান্স। অন্য ম্যাচে ইতালির বাধা টপকে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। দ্বিতীয় লেগের ম্যাচে ইতালির সঙ্গে ৩-৩ ড্র করে জার্মানি। তবে প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকায় সেমি ফাইনালে পৌঁছে যায় তারা।