চোটের কারণে এক বছরের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। সৌদি আরবের দল আল হিলাল ছেড়ে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। দারুণ শুরুও করেছিলেন এ ব্রাজিলিয়ান সুপার স্টার। দীর্ঘদিন পর জাতীয় দলে স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু আবারও চোটের কবলে নেইমার জুনিয়র। গতকাল পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিতে খেলেননি তিনি। তার অনুপস্থিতিতে করিন্থিয়ান্সের কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেছে তারা। যদিও তার চোটের বিষয় নিশ্চিত করেনি দলটি। গণমাধ্যম জানায়, ম্যাচের দিন সকালে উরুতে ব্যথা ধরা পড়ে। তার এই চোট ব্রাজিলের জন্যও বড় ধাক্কা।