উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। গতকাল ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এ ড্রয়ে একে-অপরের প্রতিপক্ষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বিজয়ী দল মুখোমুখি হবে আর্সেনাল অথবা পিএসভির। এ ছাড়া শেষ ষোলোতে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। কোয়ার্টার ফাইনালে এই ম্যাচের জয়ী দল খেলবে অ্যাস্টন ভিলা অথবা ক্লাব ব্রুজ। শেষ ষোলোর অপর দিকে মুখোমুখি হবে বেনফিকা-বার্সেলোনা। এ ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে বুরুসিয়া ডর্টমুন্ড অথবা লিলির। শেষ ষোলোতে লড়াইয়ে নামবে বায়ার্ন মিউনিখ-লেভারকুজেন। এ ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফেনর্ড অথবা ইন্টার মিলানের। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্র ফাইনালে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এল ক্ল্যাসিকো দেখার একটা সুযোগ এনে দিয়েছে। দুটি দল ফাইনাল পর্যন্ত যেতে পারলে ফুটবলপ্রেমীদের একটা স্বপ্ন পূরণ হবে!