ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ওপেনার ফিলো ওয়ালেসকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে থাকার কথা। বক্সারদের মতো গাট্টাগোট্টা ছিলেন ক্যারিবীয় ওপেনার। প্রচণ্ড শক্তি ছিল তার শরীরে। বড় বড় ছক্কা মারতেন। ১৯৯৮ সালে ঢাকায় আইসিসি নকআউট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির ইনিংসে ৫টি ছক্কা মেরেছিলেন। যার দুটি আছড়ে পড়েছিল ভিআইপি গ্যালারিতে। যদিও ওয়ালেসের সেঞ্চুরি উপকারে আসেনি ওয়েস্ট ইন্ডিজের। আইসিসি নকআউট বিশ্বকাপের শিরোপা জিতেছিল হ্যান্সি ক্রোনিয়ার দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এটাই একমাত্র আইসিসির বৈশ্বিক কোনো ট্রফি জয়। ইনজুরিতে পরে পরবর্তীতে ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন ওয়ালেস। প্রথম আসরের পর থেকে প্রতি দুই বছর অন্তর ৫০ ওভারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছিল। দ্বিতীয় আসরে টুর্নামেন্টটির নামকরণ হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আগামীকাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আসর মাঠে গড়ালেও বেশ কয়েকজন বিশ্বসেরা তারকা ক্রিকেটারের পারফরম্যান্স মিস করবেন ক্রিকেটপ্রেমীরা। ইনজুরড ক্রিকেটারের তালিকা একেবারে ছোট নয়। রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ভারতের জশপ্রীত বুমরাহ, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, পাকিস্তানের হারিস রউফের মতো ক্রিকেটার।
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালে সর্বশেষ আসর বসেছিল ইংল্যান্ডে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তানের সহ আয়োজক ‘মরুশহর’ দুবাই। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। নাজমুল বাহিনীর স্কোয়াডে এখনো ইনজুরির ধাক্কা লাগেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত মিস করবে দলের সেরা ক্রিকেটার জশপ্রীত বুমরাহকে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলার সময় ব্যাক ইনজুরিতে পড়েন বুমরাহ। সেজন্য তাকে স্কোয়াডে রাখা হয়নি। ইনজুরিতে পড়েছেন যশস্বী জয়সোয়াল। দুবাইয়ে অনুশীলনে হাঁটুতে ব্যথা পান উইকেটরক্ষক ব্যাটার ঋশভ পন্থ।
বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাচ্ছে না দলের তিন তারকা ফাস্ট বোলার ও একজন অলরাউন্ডারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটির বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক প্যাট কামিন্স ও দুবারের বিশ্বকাপজয়ী পেসার মিচেল স্টার্ক, ডানহাতি পেসার জশ হ্যাজলউডকে পাচ্ছে না। কামিন্স ও হ্যাজলউড খেলছেন না ইনজুরির জন্য। স্টার্ক সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণে। স্কোয়াডে থাকার পরও ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন মার্কাস স্টয়নিস। তাকেও মিস করবে অস্ট্রেলিয়া। স্কোয়াডে রয়েছেন মিচেল মার্শ। কিন্তু ব্যাক ইনজুরিতে খেলতে পারবেন কি না, এখনো সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ড মিস করবে ফাস্ট বোলার বেন সিয়ার্স ও ওপেনার রাচিন রবীন্দ্রকে। পাকিস্তানে তিন জাতির টুর্নামেন্টের সময় আহত হন স্পিনার কাম ওপেনার রাচিন। সিয়ার্সের হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। সিয়ার্সের জায়গায় শেষ মুুহূর্তে সুযোগ পেতে পারেন লকি ফার্গুসন। স্বাগতিক পাকিস্তান মিস করতে পারে ফাস্ট বোলার হারিস রউফকে। আফগানিস্তান মিস করবে ‘রহস্যময়’ স্পিনার মোহাম্মদ গাজানফারকে। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক রহস্যময় স্পিনার মুজিব উর রেহমানকে। ইনজুরির জন্য ২০২৪ সালের ডিসেম্বর থেকে খেলছেন না দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া। ব্যাক ইনজুরিতে ভুগছেন প্রোটিয়া ফাস্ট বোলার। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক ফাস্ট বোলার জেরাল্ড কোর্টজেকে।
২০০৬ সাল থেকে আট দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি আসরে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এবং ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই প্রথম আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু এবং ফাইনাল ৯ মার্চ। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ দুবাই এবং ৫ মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল। বাংলাদেশের তিন খেলা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে এবং ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি রাওয়ারপিন্ডিতে খেলবেন নাজমুলরা।