গত বুধবার ৪০তম জন্মদিন উদযাপন করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের দিন জোড়া গোল করে জয় এনে দেন দলকে। এই বয়সে খেলোয়াড়রা অবসর নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন, সেখানে হাজার গোলের ইতিহাস গড়ার দিকে দাপটের সঙ্গে এগিয়ে চলছেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী। বয়সটা যে তার কাছে শুধুই একটা সংখ্যা, তা বারবার প্রমাণ করছেন আল নাসর তারকা। ৪০ পেরিয়ে শুক্রবার প্রথম মাঠে নামেন রোনালদো। জন্মদিনের পর এটাই তার প্রথম গোল। সৌদি প্রো লিগে আল ফাহাদকে ৩-০ গোলে হারাল রোনালদোর আল নাসর। ম্যাচের ২২ এবং ৭২ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে এগিয়ে দেন জন ডুরান। আর ৭৪ মিনিটে সিআর সেভেন গোল করে সমর্থকদের মন ভালো করে দেন। ৯২৪তম গোলটি করে হাজার গোলের মাইলফলকের দিকে আরও খানিকটা এগিয়ে গেলেন তিনি। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ২৫ ম্যাচে ২৪টি গোল করে ফেললেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও ৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনিই। আল নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, সেটা আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।