ফরচুন বরিশালের গতকালের অনুশীলনে বেশ নির্ভার ছিলেন তামিম ইকবাল। আত্মবিশ্বাসী লাগছিল তাকে। অনুশীলনে বরিশাল অধিনায়ক খোশগল্প করেছেন সতীর্থদের সঙ্গে। কখনো সিরিয়াস কথা বলছিলেন ইংলিশ ওপেনার ডেভিড মালানের সঙ্গে। কখনো দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে খুনসুটি করছিলেন। সবচেয়ে বেশি সময় ব্যয় করেন দলের নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশামের সঙ্গে। কিউই ক্রিকেটারকে হয়তো বুঝাচ্ছিলেন, মিরপুর স্টেডিয়ামের উইকেটের আচরণ কেমন হবে এবং সাফল্য পেতে কেমন পরিকল্পনা থাকতে হয়। নিশামও মনোযোগী শ্রোতা হয়ে শুনছিলেন দলনায়কের কথা। বিপিএলের ১১তম আসরের ফাইনাল আজ। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। সন্ধ্যা ৭টায় শিরোপা জিততে মুখোমুখি হবে দুই দল। তামিমের বরিশাল খেলবে শিরোপা ধরে রাখতে। বিপরীতে মিঠুনের চিটাগং ফাইনাল খেলবে ২০১৩ সালের পর। আজকের ফাইনাল বরিশালের দ্বিতীয় শিরোপা এবং চিটাগংয়ের শিরোপা জয়ের প্রথম মিশন।
চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি টাকা এবং রানার্সআপ দলের প্রাইজমানি ১ কোটি টাকা।
আগের দিন শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলেছে চিটাগং। ক্লান্তি এড়াতে গতকাল অনুশীলন করেনি তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং রোমাঞ্চকর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছে শেষ বলের নাটকীয়তায়। ফাইনাল খেলতে শেষ ৬ বলে চিটাগংয়ের দরকার ছিল ১৫ রান। প্রথম ৫ বলে দুই চারে তুলে নেয় ১১ রান। শেষ বলে প্রয়োজন হয় একটি বাউন্ডারি বা চার রানের। মাসল পুল করে মাঠের বাইরে চলে যাওয়া অ্যালিস ইসলাম ফিরে আসেন শেষ বলে। মুশফিক হাসানের ওভার পিচ বলে বাউন্ডারি মেরে দলকে ফাইনালে টেনে তোলেন অ্যালিস। এ জয়ে এক যুগ পর ফাইনালে উঠে চিটাগং। এর আগে অবশ্য সরাসরি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করে মিঠুন বাহিনী। প্রথম কোয়ালিফায়ারে বরিশাল পাত্তাই দেয়নি চিটাগংকে। পাকিস্তানের পেসার মোহাম্মদ আলির ইতিহাস গড়া বোলিংয়ে ১৪৯ রানে আটকে ফেলে চিটাগংকে। বিপিএলে প্রথম ম্যাচ খেলে ৫ উইকেট নেন। ৪টিই ছিল এক ওভারে। যদিও হ্যাটট্রিক হয়নি। অবশ্য আজ ফাইনালে নিজের স্পেলের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করবেন আলি। এমন রেকর্ডের হাতছানি দেওয়া ম্যাচের প্রথম একাদশে আলি থাকবেন কি না, এটা নিশ্চিত নয়। কেননা নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে বরিশাল। দলটি শিরোপা জিততে মরিয়া। দলটির আরেক বিদেশি ডেভিড মালান দুর্দান্ত খেলছেন। ৮ ম্যাচে ৩১৫ রান করেছেন ইংলিশ ওপেনার। ছন্দে রয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ১৩ ম্যাচে করেছেন ৩৮৬ রান। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ছন্দে ফিরেন তাওহিদ হৃদয়। এ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমও ছন্দে রয়েছেন। চিটাগংয়ের ব্যাটিংয়ের মূল ভরসা ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। ১৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৩৮৭ রান করেন ক্লার্ক। অধিনায়ক মিঠুন ধারাবাহিক না হলেও ২৮০ রান করে মিডল অর্ডার সামলাচ্ছেন। দলটির সবচেয়ে আগ্রাসি ব্যাটিং করছেন শামীম হোসেন পাটোয়ারি। ১৪ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৩৫০।
বোলিংয়ে বরিশালের ভরসা ছিলেন পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ। ২০ উইকেট নেওয়া ফাহিম চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পেয়ে ঢাকা ছাড়েন। রয়েছেন মোহাম্মদ আলি। স্পিনে লেগ স্পিনার রিশাদ হোসেন ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। চিটাগংয়ে সৈয়দ খালেদ ২০ উইকেট নিয়েছেন। দারুণ ছন্দে রয়েছেন টাইগার পেসার। স্পিনে চিটাগংয়ের ভরসা অ্যালিস ইসলাম ও আরাফাত সানি।
দুই দল আজকের ফাইনালের আগে কোয়ালিফায়ারসহ তিনবার মুখোমুখি হয়েছে। কোয়ালিফায়ারে চিটাগংকে ৯ উইকেট হারায় বরিশাল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় বরিশাল এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ রানে জয় পায় চিটাগং।