আসার কথা ছিল অ্যাডাম মিলনে’র। তাঁর দল দুবাইয়ে আইএল টি-২০ টুর্নামেন্টে টিকে থাকায় নিউজিল্যান্ডের পেসার বিপিএল খেলতে ঢাকায় আসতে পারেননি। তাঁর দল শারজাহ যদি টুর্নামেন্টে বাদ পড়ে যায়, তাহলে ফাইনালে দেখা যেতে পারে মিলনেকে। মিলনে অনিশ্চিত হলেও তামিম ইকবালের ফরচুন বরিশাল দলভুক্ত করেছে নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশামকে। বাঁ হাতি ব্যাটার কাম মিডিয়াম পেসার নিশাম গতকাল ঢাকায় পা রেখেছেন। ৭ ফেব্রুয়ারি ফাইনালে খেলবেন খুলনা টাইগার্স-চিটাগং কিংস জয়ী দলের বিপক্ষে। নিশাম এবারই প্রথম খেলছেন না বিপিএলে। গত আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের পক্ষে। রানও করেছিলেন। ঢাকায় আসার আগে কিউই অলরাউন্ডার খেলে এসেছেন দক্ষিণ আফ্রিকার এসএ-২০ টুর্নামেন্ট। সেখানে তিনি খেলেছেন প্রিটোরিয়ার পক্ষে। পারফরম্যান্স ভালো ছিল না ৩৪ বছর বয়সি অলরাউন্ডারের। দলটির পক্ষে ছয় ইনিংসে ৯৫ রান করেন এবং উইকেট নিয়েছেন ৭টি। অবশ্য দলটির হয়ে সর্বশেষ ম্যাচে ৩২ রান করেন ২৪ বলে এবং উইকেট নেন ৩টি। তবে বিপিএলে নিশামের পারফরম্যান্স খুবই ভালো। গত আসরে রংপুর রাইডার্সের পক্ষে সাত ইনিংসে ১৬৭.২৪ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছিলেন। উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার কাইলি মেয়ার্স, মোহাম্মদ আলি, মোহাম্মদ নবি ও ডেভিড মালান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলে ডাক পেয়ে দলটির অন্যতম সেরা অলরাউন্ডার ফাহিম আশরাফ ঢাকা ছাড়লে সমস্যায় পড়ে যায় বরিশাল। তাঁর জায়গা পূরণ করতেই হয়তো দলভুক্ত করেছে জিমি নিশামকে। প্রথম কোয়ালিফায়ারে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলির বিধ্বংসী বোলিং ও ডেভিড মালানের টর্নেডো ব্যাটিংয়ে ৯ উইকেটে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল।
বরিশাল বিপিএলের চলতি আসরে দুটি ম্যাচ হেরেছে। হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। দলটি গত বছরের ফাইনাল হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এবার টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে। দলটির বিদেশি ক্রিকেটাদের মধ্যে ধারাবাহিক পারফরম্যান্স করছেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। ইংলিশ ওপেনার ৮ ম্যাচে ৩১৫ রান করেন। গড় ৭৮.৭৫ এবং স্ট্রাইক রেট ১৫৭.৫০। নিশাম যদি ফাইনাল খেলেন, তাহলে একাদশের বাইরে থাকতে হতে পরে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবিকে। আরেক বিদেশি পেসার মোহাম্মদ আলিকে বসানোর কোনো উপায় নেই। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন আলি। এরমধ্যে হ্যাটট্রিক না করলেও এক ওভারেই নেন ৪ উইকেট। কিউই অলরাউন্ডার জিমি নিশাম খেললে বরিশালের ব্যাটিং লাইন মক্তিশালি হবে নিঃসন্দেহে।