টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে তামিম ইকবালরা আরও শক্তিশালী দল গড়েছেন। উড়িয়ে এনেছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশামকে। যোগ দিতে পারেন নিউজিল্যান্ডের আরেক পেসার অ্যাডাম মিলনে। বিপিএলের ফাইনাল ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। শুক্রবারের ফাইনালে তামিম বাহিনীর প্রতিপক্ষ হবে কোন দল? ফাইনালের দ্বিতীয় দল চূড়ান্ত হবে আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। জয়ী দল খেলবে ফাইনাল।
সোমবার সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। একপেশে ম্যাচটি বরিশাল জিতেছিল ৯ উইকেটের আকাশসমান ব্যবধানে। ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। ফাইনালে ওঠার ম্যাচে আলো ছড়িয়েছেন তিন ক্রিকেটার চিটাগংয়ের শামীম হোসেন পাটোয়ারি এবং বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি ও টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। চিটাগং প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে। দলটির পক্ষে ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৬ বলে ৩৬ রান করেন। তবে দলকে একা টেনে নিয়ে যান শামীম পাটোয়ারি সিংহ হৃদয়ের ব্যাটিংয়ে। ১৬৮.০৮ স্ট্রাইক রেটে ৭৯ রানের বিধ্বংসী ইনিংসটি খেলেন ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায়। তার ব্যাটিংকে মøান করে দেন বরিশালের পেসার মোহাম্মদ আলি। বিপিএলে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেন আলি। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে ৫ উইকেট নেন। তার স্পেল ছিল ৪-০-২৪-৫। গোটা স্পেলের চেয়ে আলোচিত দিক ছিল ১৯তম ওভার। ওই ওভারে তিনি হ্যাটট্রিক ছাড়াই ৪ উইকেট নেন। উইকেটগুলো শিকার করেন স্লোয়ারে ১৮.১, ১৮.৩, ১৮.৫ ও ১৮.৬ ওভারে। ফাইনালে যদি নিজের স্পেলের প্রথম বলেই উইকেট নেন, তাহলে হ্যাটট্রিক করবেন আলি। ১৫০ রানের টার্গেটে বরিশালের তাওহিদ ১৪৬.৪২ স্ট্রাইক রেটে ৪৬ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ম্যাচগুলোর ব্যর্থতাকে পেছনে ফেলে সোমবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন।
দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। কোয়ালিফায়ারে খেলার সুযোগ করে নেওয়ার ম্যাচটি ছিল লো স্কোরিং। কোয়ালিফায়ার খেলার জন্য রংপুর রাইডার্স তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনে দুবাই থেকে। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, ইংল্যান্ডের জেমস ভিন্স ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন তিন বিদেশি। তিনজনে মিলে রান করেন ১২ রান। অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৩ ও পাকিস্তানের পেসার আকিফ জাভেদের ৩২ রানের ভরে ৮৫ রান করে রংপুর। ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দেয় খুলনার দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ। দুজনই ৩টি করে উইকেট নেন। মামুলি ৮৬ রানের টার্গেট খুলনা টপকে যায় ৫৮ বল হাতে রেখে। বাঁ হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিপিএলের চলতি আসরে সবচেয়ে বেশি রান করেছেন নাঈম ৪৯২ রান।
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়ার আগে চিটাগং ও খুলনা পরস্পরের বিপক্ষে খেলেছে লিগ পর্বে। উভয়েই পরস্পরের বিপক্ষে জিতেছে। দুই দলের প্রথম মুখোমুখিতে খুলনা ৩৭ রানে হারিয়েছিল চিটাগংকে। শামীম পাটোয়ারির ৭৮ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করেছিল খুলনা। জবাবে ১৮.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় চিটাগং। মোহাম্মদ মিঠুনের চিটাগং প্রতিশোধ নেয় চট্টগ্রাম পর্বে। গ্রাহাম ক্লার্কের (১০১) সেঞ্চুরিতে চিটাগং ৪৫ রানে হারায় মেহেদি হাসান মিরাজের খুলনাকে।