দেশের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের লিগ পর্বের শেষ ম্যাচ ছিল গতকাল। দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান মাঠে নেমেছিল। দল দুটি জিতেছে। আবাহনী ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বিপরীতে মোহামেডান প্রতিশোধ নিয়েছে ফকিরেরপুলের বিপক্ষে। প্রিমিয়ার লিগে ফকিরেরপুলের কাছে প্রথম পর্বের শেষ ম্যাচটি হেরেছিল সাদা-কালো শিবির। গতকাল ফেডারেশন কাপে মোহামেডান ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে প্রতিবেশী ফকিরেরপুলকে। ম্যাচটি জিতলেও মোহামেডানের সুযোগ হয়নি ফেডারেশন কাপের কোয়ালিফাইয়ার খেলার।
ক্রিকেটের পথেই হাঁটছে ফুটবল। বিপিএল যে ক্রাইটেরিয়ায় দুই ফাইনাল চূড়ান্ত করে থাকে, ফুটবলের ফেডারেশন কাপেও সেই ক্রাইটেরিয়ায় চূড়ান্ত করা হচ্ছে ফাইনাল। ফেডারেশন কাপের ফাইনাল ২ মে। প্লে অফ এপ্রিলে। প্রথম কোয়ালিফাইয়ার ৮ এপ্রিল। মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। ২২ এপ্রিল তৃতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে আবাহনী-বসুন্ধরা বিজিত দল ও ব্রাদার্স-রহমতগঞ্জ জয়ী দল। এ ম্যাচের জয়ী দল ২ মে ফাইনালে মুখোমুখি হবে আবাহনী-বসুন্ধরা কিংসের জয়ী দলের।
আবাহনী ও রহমতগঞ্জ গতকাল মুখোমুখি হয়েছিল বসুন্ধরা অ্যারিনায়। গ্রুপ পর্বে আবাহনী ও রহমতগঞ্জ মুখোমুখি হয় গ্রুপ শীর্ষে উঠতে। দুই দলই খেলতে নামে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে। দুই দল অপরাজিত ছিল এমন নয়, আগের তিন ম্যাচে কোনো গোলও খায়নি। মোহামেডান-ফকিরেরপুল ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। বসুন্ধরা অ্যারিনায় আবাহনী ২-০ গোলে উড়িয়ে দেয় পুরান ঢাকার দল রহমতগঞ্জকে। আবাহনী খেলছে কোনো বিদেশি ছাড়াই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১২ মিনিটে ব্যবধান ১-০ করে আকাশি-হলুদ শিবির। ঐতিহ্যবাহী আবাহনীকে এগিয়ে নেন এনামুল গাজী। বড় বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডাররা। আবাহনীর শাহরিয়ার ইমন বল ধরে ফাঁকায় দাঁড়ানো এনামুল গাজীকে দেন। এনামুল জোরালো শটে গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের ক্রস বক্সের মধ্যে লাফিয়ে হেড করে ব্যবধান ২-০ করেন হৃদয়। ২-০ গোলের জয়ে চার ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপশীর্ষ হয় আবাহনী। প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফাইনাল খেলার।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়া মোহামেডান ও ফকিরেরপুল। প্রিমিয়ার লিগে মোহামেডানকে টানা আট জয়ের পর হারের তিক্ত স্বাদ দিয়েছিল ফকিরেরপুল। গতকাল আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হয়। আলফাজের দল মোহামেডান ৫-২ গোলে বিধ্বস্ত করে মতিঝিলপাড়ার প্রতিবেশী দলকে। প্রথমার্ধে মোহামেডানকে ২-০ গোলে এগিয়ে নেন জোড়া গোল করে মঈন। এরপর ম্যাচে সমতা আনেন ফকিরেরপুলের রাফায়েল টুডু ও আকবির। প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। দ্বিতীয়ার্ধে ফকিরেরপুল চেষ্টা করেও গোলের দেখা পায়নি। বরং আরও ৩ গোল করে মোহামেডান। ৫১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহামেডান। ৮২ ও ৮৫ মিনিটে আরিফের জোড়া গোলে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।