বর্ডার-গাভাসকর ট্রফি জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেও দাপট জারি রাখল অসিরা। কেননা গত ১৪ বছরে শ্রীলঙ্কার মাটিতে কোনো টেস্ট সিরিজ জিতেনি তারা। তাই তো ৬ উইকেটে ৬৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ৬০০ রানের রেকর্ড অতিক্রম করল অসিরা। ১৯৮০ সালে পাকিস্তানের বিপক্ষে করা এশিয়ার মাটিতে করা সর্বোচ্চ ৬১৭ রানকে ছাড়িয়ে গেছে তারা। প্রথম দিনে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেন স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন উসমান খাজা এবং জস ইংলিশ। প্রথম দিনে খাজা করেন ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। দ্বিতীয় দিনে ২৯০ বলে করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে এটাই সর্বোচ্চ রান কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের। ভাঙলেন জাস্টিন ল্যাঙ্গারের ১৬৬ রানের রেকর্ড। এ ছাড়া শ্রীলঙ্কায় এই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ওপেনার দুই শর দেখা পাননি ৩৮ বছর বয়সে। পরে ৩৫২ বলে ২৩২ রানে আউট হন খাজা।
স্মিথ খেলেন ২৫১ বলে ১৪১ রানের ইনিংস। খাজার সঙ্গে ২৬৬ রানের জুটি গড়েন তিনি। এরপর জস ইংলিশকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন খাজা। অভিষেক টেস্টেই জস ইংলিশ পেলেন সেঞ্চুরির দেখা। ৯৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন এই অসি ব্যাটার। ৪৬ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। ২৩ রানে বো ওয়েবস্টার আউট হলে ইনিংস ঘোষণা করে দেন অধিনায় স্টিভ স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জয়ের খরা কাটাতে মরিয়া অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে ৩ উইকেট হারিয়েছে লঙ্কানরা। ৬১০ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। কামিন্দু ১৩ এবং চান্দিমাল ৯ রানে মাঠে আছেন।