টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পাড়ি দিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার স্টিভ স্মিথ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে নিজের প্রথম রান নিয়েই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ানদের মধ্যে তিনি চতুর্থ। রিকি পন্টিং (১৩৩৭৮), অ্যালান বোর্ডার (১১১৭৪) এবং স্টিভ ওয়াহ (১০৯২৭) অস্ট্রেলিয়ার হয়ে এই ক্লাবে নাম লিখিয়েছেন। স্টিভ স্মিথ মাত্র ১১৫ ম্যাচ খেলেই ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন। এই মাইলফলক স্পর্শ করতে ব্রায়ান লারার লেগেছিল মাত্র ১১১ ম্যাচ। লারার পরেই আছেন স্মিথ। রেকর্ডগড়ার দিনে স্মিথ ১০৪ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে গল টেস্টের প্রথম দিনে ৩৩০ রান সংগ্রহ করেছে।
উসমান খাজা ১৪৭ রানে অপরাজিত আছেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ গল টেস্টে অধিনায়কত্ব করছেন।