নিগারদের হারের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যেন প্রতিশোধ নিয়েছেন সুমাইয়া আক্তাররা। সেন্ট কিটসের বেসেটেরেতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ক্যারিবীয় মেয়েদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশে নারী ক্রিকেট দল। তবে এদিন ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ মিশন শেষ করল সুমাইয়ারা। গতকাল মালেশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র মেয়েরা। বৃষ্টির কারণে ১৩ ওভারে গড়ায় ম্যাচটি। বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। নিশিতা আক্তার নিশি ও আনিসা আক্তার সোবার দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তোলে। ক্যারিবীদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এ ছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৩ এবং আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন। ম্যাচসেরা নিশিতা ৩ ওভারে ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। সঙ্গে ১৩ রান খরচে ২টি উইকেট শিকার করেন আনিসা আক্তার। একটি নেন জান্নাতুল মাওয়া। ৫৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ওপেনাররা কোনো সমস্যাই অনুভব করেননি। ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভর করে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। ফাহমিদা ২৫ বলে অপরাজিত ১৪ রান করেন, আর জুয়াইরিয়া ২৮ বলে অপরাজিত থাকেন ২৫ রানে। টুর্নামেন্টের পাঁচটির মধ্যে তিনটিতে জিতেছে সুমাইয়ারা। কিন্তু সেমিফাইনাল খেলতে পারেনি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে জিতে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে সেমিফাইনাল হাতছাড়া করে সুমাইয়ারা। গতকাল ক্যারিবীয়দের সঙ্গে ছিল শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ।