ঢাকা ও সিলেটের পর চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। আজ তৃতীয় পর্বের প্রথম দিনেই সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স-চিটাগং কিংস।
চট্টগ্রামে বিপিএলের তৃতীয় পর্বে ছয় দিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি দুই দিন খেলার পর একদিন করে থাকবে বিরতি। ১২টি ম্যাচের মধ্যে চিটাগং কিংস খেলবে পাঁচ ম্যাচ। তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স (১৬ জানুয়ারি), রংপুর রাইডার্স (১৭ জানুয়ারি), ফরচুন বরিশাল (১৯ জানুয়ারি), দুর্বার রাজশাহী (২০ জানুয়ারি) এবং ঢাকা ক্যাপিটালস (২২ জানুয়ারি)। শীর্ষে থাকা রংপুর রাইডার্স চট্টগ্রাম পর্বে খেলবে দুটি ম্যাচ। চিটাগং কিংস ছাড়াও এখানে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী (২৩ জানুয়ারি)।
চট্টগ্রাম পর্বে লড়াই করতে এরই মধ্যে বিপিএলের দলগুলো বন্দরনগীরতে পা রেখে অনুশীলনও শুরু করেছে। ঢাকার মাঠের মতো সিলেটেও ছিল রানের বন্যা। চট্টগ্রামে কী অপেক্ষা করছে? দীর্ঘদিন বিপিএলের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের। ২৩৯ রানের রেকর্ড গড়া সেই ম্যাচ হয় চট্টগ্রামের মাঠে। কিছুদিন আগে সিলেটের মাঠ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ২৫৪ রান করে ঢাকা। এ ম্যাচে রানের হিসেবে বিপিএলে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটা (১৪৯ রানে জয়)। রেকর্ডটা কি ফের ভাঙবে চট্টগ্রামের মাঠে?
চলমান বিপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। এরই মধ্যে সেঞ্চুরি হয়েছে পাঁচটি। চিটাগং কিংসের উসমান খান (৬২ বলে ১২৩ রান), ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা (৬০ বলে ১০৩* রান), লিটন দাস (৫৫ বলে ১২৫* রান) ও তানজিদ হাসান (৬৪ বলে ১০৮) এবং রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (৫৬ বলে ১১৩* রান)। এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড হতে পারে এবারের বিপিএলে। ২০১৯ সালের বিপিএলে ছয়টা সেঞ্চুরি হয়েছিল। চলমান বিপিএলে কেবল সেঞ্চুরিই নয়, ঝোড়ো ইনিংসও হচ্ছে অনেক। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান করে দলকে জয় উপহার দিয়েছেন। এমন বেশ কিছু ইনিংসের সাক্ষী হয়েছেন দর্শকরা। বল হাতে ম্যাজিক দেখিয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এ বোলার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ঢাকার মাঠে ৭ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েন।
বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হওয়ার পর রানে শীর্ষে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। তিনি ছয় ইনিংস খেলে ২৫১ রান করেছেন। খুব বেশি পিছিয়ে নেই চিটাগং কিংসের উসমান খান (৪ ইনিংসে ২৪৯ রান), ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান (৭ ইনিংসে ২৪৬ রান) ও লিটন কুমার দাস (৬ ইনিংসে ২৪০ রান)। রানের দিক দিয়ে প্রতিযোগিতা বেশি হলেও বোলিংয়ে তাসকিন এককভাবে শীর্ষে। তিনি ৬ ইনিংসে বোলিং করে শিকার করেছেন ১৪ উইকেট। এ তালিকায় দুই নম্বরে যৌথভাবে আছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি এবং সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব (দুজনই ১১টি করে উইকেট শিকার করেছেন)।
ঢাকা পর্বে তিনটি এবং সিলেট পর্বে চারটি টানা সাত জয় নিয়ে চট্টগ্রাম পর্বে পা রেখেছে রংপুর রাইডার্স। শীর্ষ চার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দলটার। সিলেট পর্বে নিজেদের ফেবারিট প্রমাণ করেছে চিটাগং কিংসও। ফরচুন বরিশালও আছে এ তালিকায়। চট্টগ্রাম পর্বেও লড়াইটা জমজমাট হতে পারে।