চলতি বছরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে নিগার সুলতানাদের। এজন্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিততে হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল মিডিয়ার মুখোমুখিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার স্পষ্ট করেই বলেছেন দলের টার্গেট সিরিজ জয়। তিনি বলেন, ‘আমাদের টার্গেট ৪ পয়েন্ট। ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে চাই। ওয়ানডে দলটি প্রভাব বিস্তার করে খেলছে। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা সর্বশেষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দাপুটে ক্রিকেট খেলেছি। আমি দলকে একটি মেসেজ খুবই ক্লিয়ার করে জানিয়েছি, সবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমরা সেরাটা খেলতে চাই। সিরিজ জেতাই আমাদের টার্গেট।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবেন নিগাররা। সেন্ট কিটসে দুটি সিরিজ খেলবে নারী দল। নিগাররা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবেন ১৪ জানুয়ারি। সেন্ট কিটসের বেসেটেরেতে ওয়ানডে তিনটি খেলবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। টি-২০ সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি। দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারী দলের অধিনায়ক। তিনি বলেন, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব মিলিয়ে আমি মনে করি আমরা ব্যালান্সড দল। একটা কথা বলতেই হবে, আমরা বরাবরই বোলিং ভালো করছি। তবে ব্যাটিং এখন উন্নতি করছি।’