আলাউদ্দিন বাবুকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অলরাউন্ডার হিসেবে চিন্তা-ভাবনা করতেন ক্রিকেট নেটিজেনরা। সিমিং অলরাউন্ডার শুরুতে আলোর দ্যুতি ছড়িয়েও হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় এক সময় পাইপলাইন থেকে ছিটকে পড়েন। এবার বিপিএল শুরুর আগে আট বিভাগের এনসিএল টি-২০ লিগে দারুণ বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে ফের আলোচনায় উঠে আসেন। চলমান বিপিএলে সুযোগ পান ঢাকা ক্যাপিটালসে। বিপিএল শুরুর আগে এনসিএলের ২০ ওভারের টুর্নামেন্টটি ভীষণ উপকার করেছে ক্রিকেটারদের। আলাউদ্দিন বাবু ছাড়াও এনসিএলে দারুণ পারফরম্যান্সে বিপিএলে সুযোগ করে নেন জিসান আলম, আজিজুল হাকিমদের মতো তরুণ ক্রিকেটার। ছন্দে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, আরাফাত সানিদের মতো সিনিয়র ক্রিকেটাররাও। এনসিএল আসলে ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করেছে।
আজিজুল হাকিম তামিম অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক। তার অসাধারণ নেতৃত্বে দুরন্ত ক্রিকেট খেলেছে যুবারা। হাকিম এখন বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সে। তাকে নেওয়া হয় শেষ মুহূর্তে সৌম্য সরকারের ইনজুরিতে। সৌম্য না থাকায় রংপুর রাইডার্সের পক্ষে চার ম্যাচ খেলে সাকল্যে রান করেছেন ৫। টানা তিন ম্যাচে শূন্য মারার পরও উঁচু ক্যালিভারের জন্য তার ওপর আস্থা রাখছেন রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এনসিএলে তিনি ২৩৭ রান করেন। জিসান আলম খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে। প্রথম দুই ম্যাচে শূন্য করার পরের ম্যাচে ৩৮ রান করেন। এনসিএলে সিলেট বিভাগের একজন আনকোড়া ক্রিকেটার হিসেবে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করে নজর কাড়েন।