বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুর স্টেডিয়ামে দলগত সর্বোচ্চ স্কোর ২১৯ রান। চলতি আসরের ঢাকা প্রথম পর্বের শেষ দিন ৩ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রান করে কিংস। এর আগে ২০২০ সালের ১০ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রানের সর্বোচ্চ স্কোর ছিল খুলনার।