সিলেট পর্ব শুরু হবে আগামীকাল। সেখানে খেলতে ফরচুন বরিশাল এখন সিলেটে। দলটি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। গতকাল মোহাম্মদ নবীর আমন্ত্রণে টিম হোটেলে আড্ডায় বসেছিলেন তামিম, শহীদ খান আফ্রিদি, নবী, শাহীন আফ্রিদিরা। সেখানে আফ্রিদী, তামিম ও নবী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি জানতে চান, তামিম কি জাতীয় দলে ফিরতে চান? টাইগারদের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম খুবই টেকনিক্যাল উত্তর দেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’ তাহলে কী আর কখনোই জাতীয় দলে ফিরবেন না দেশসেরা ওপেনার তামিম? বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, জাতীয় দলে ফেরার রাস্তা উন্মুক্ত রয়েছে তামিমের। বিসিবির সভাপতির এমন মন্তব্যে বোঝা যাচ্ছিল, ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন তামিম। কিন্তু আফ্রিদীর প্রশ্নের উত্তরে তামিম যা উত্তর দেন, তার মানে তিনি আর জাতীয় দলে খেলবেন না।