আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ সাল ভালো ও মন্দের মিশেলে কেটেছে বাংলাদেশের। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। টি-২০ ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপ খেললেও আহামরি পারফরম্যান্স ছিল না টাইগারদের। সিরিজ জিতেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গত বছরের মতো এবারও ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু করবে আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম। এ ছাড়া ২০২৫ সালে ছয়টি সিরিজ খেলবে। বাংলাদেশ সিরিজ খেলবে জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত. ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এর মধ্যে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আইসিসির স্ক্যাজুয়াল অনুয়ায়ী, চলতি বছরে টাইগাররা চারটি টেস্ট, ২১টি ওয়ানডে ও ১৮টি টি-২০ ম্যাচ খেলবে। ২১ ওয়ানডের তিনটি খেলবে অবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদি সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারে, তাহলে টাইগারদের ওয়ানডে সংখ্যা আরও দুটি বাড়বে।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। অবশ্য ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে ২০১৭ সালের পর। আসরে বাংলাদেশ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারত, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। মার্চে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। মে মাসে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের পর আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দেশ। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল। নভেম্বর-ডিসেম্বরে সফরে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
নিগার সুলতানারাও দুটি সিরিজ খেলবেন চলতি বছর। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।