যদি পারি আমি যেন হই এই ফুল
হই যেন নিবিড় প্রশান্ত নদীকূল;
যেন হই দুচোখের দুই ফোঁটা জল
হই যেন চিরহরিৎ অঞ্চল!
মানুষের ঘরে আমি হই যেন মাটির প্রদীপ
দুঃখীর কপালে হই আনন্দের টিপ;
হই যেন বৃষ্টিভেজা স্নিগ্ধ সকাল
ভালোবেসে হই যেন স্মৃতির রুমাল!
যদি পারি যেন আমি হই এতোটুকু আলো,
এতোটুকু ভালোবাসা এতোটুকু ভালো!