উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত ‘বিশ্ব বিজ্ঞান একাডেমি’ (টিডব্লিউএএস) এর ফেলো হলেন বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানী মুহাম্মদ গোলাম মোর্শেদ। মাইক্রোবায়োলজিতে অবদান এবং বিভিন্ন পর্যায়ে গবেষণা, শিক্ষা ও ক্লিনিক্যাল সেবায় নেতৃত্ব দেওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
২০২৩ সালের নভেম্বরে মোর্শেদকে ফেলো হিসেবে নির্বাচিত করে সংস্থাটি এবং চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে তার ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
ড. মোর্শেদ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক এবং ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পাবলিক হেলথ ল্যাবরেটরির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
জুনোটিক এবং ভেক্টর-বাহিত রোগের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে ড. মোর্শেদ বিশেষত অবহেলিত এবং বিশেষায়িত রোগ নির্ণয় এবং জনস্বাস্থ্য গবেষণায় ব্যাপক অবদান রাখায় আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
১৯৯৬ সালে কানাডায় যাওয়ার আগে তিনি আন্তর্জাতিক ডায়রিয়াল ডিজিজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), ঢাকা শিশু হাসপাতাল, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ